top of page
Search
Writer's pictureStraight from the Heart

নীলিপ্ত

মুন চক্রবর্তী


Photo: Jason Blackeye


অবাক পৃথিবীর রাত্রির অন্ধকার

শ্মশানের আগুনে রাস্তা পার হয়ে

খুঁজে চলছে লাশের ছবি ঘর

শরীরের শ্বেত কনিকা গুলো রক্তে পরিণত হয়নি।

মূখরিত স্লোগানে কোথাও পাওয়া যায়নি জ্বালানির গন্ধ।

শান্তি আর শান্তনার ব্যবধানে লজ্জাহীন ক্যামেরা

ভোট বাক্সের অঙ্কে নৃশংসতার তান্ডব,

অপরাধীর অস্তি কলসে ভরছে দুর্ভাগা মায়ের চোখের জল।

বিলাসী শব্দ তালিকা সাজাতে ব্যস্ত সাহিত্যের পাতা।

মাপ যোখ করে দেখতে হবে,

শব্দ কোথাও সৌন্দর্য হারায় নি তো?

যদি শব্দ হতে কখন কান্না ঝরে একরাশ অপবাদ নিয়ে,

মরে যাওয়া মেয়েটা যেমন অপরাধী সেজেছে

কাগজের ভাঁজে ভাঁজে।

একটি অন্ধকার নীলিপ্ত থেকে জন্ম দিতে পারে

সহস্র আলোক বর্ষ প্রতিবাদী চেতনায়।

জীবন মৃত্যুর খেলায়

"শ্মশানে জাগিছে শ্যামা"

সমর শয্যায়।


::x::x::x::


 

Moon Chakraborty

hails from Silchar. She started

her writing career in 1989 and

worked in Sonar Cachar and

Prantajyoti newspapers.


[Disclaimer: The opinions expressed in our Blog are those of the author(s) / poet(s) and do not necessarily reflect the opinions of the Publisher.]

17 views

Recent Posts

See All

Comentários


bottom of page