Shefali Brahma
(Photo: Arunudoy Choudhury, Minnesota, US)
ছবিগুলো মন ছুঁয়ে যায়
সন্মানেরে বুকে ধরে গনগনে রোদে
পথ পাড়ি দেয় মা।
শত শত নীলকন্ঠের প্ৰাণঢালা সেবা।
এত সৌন্দৰ্যের মাজে
কেন নিরাশার কালো মেঘ ভেসে আসে?
অসুন্দর সুন্দর কে ভেঙ্গে করে খান খান।
ভেঙে যায় প্রকৃতির অযুত সম্ভার।
স্খলিত সমাজের ঘোলাটে জলধারা
মিশে যায় স্বচ্ছ জলধারায়।
কাঁদে অসহায় সত্বা।
তুমি জাগো।
অপারগ স্থবির আমি
পুঞ্জিভূত ক্ষোভ নিয়ে নিষ্ফল আক্ৰোশে
খুঁজি নীল আকাশের নিচে
এক টুকরো সবুজ বনানী।
তারকাখচিত তব নীলাঞ্চল তলে
বিস্তৃত শ্যামলীমা।
দূড় দিগন্তে দেখি যেন
শান্ত স্নিগ্ধ শ্ৰীময়ী এক জনপদ
যেথা বিরাজিছ তুমি অপরূপা হয়ে।
হে বসুন্ধরা
হে আমার প্ৰিয় ধরিত্ৰী
ভালোবাসি তোমারেই।
ভালোবাসি তোমার সৃষ্টির
সকল ধূলিকণারে।
'তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা'।
::x::x::x::
Poet Shefali Brahma
retired as head mistress of a
primary school in Kokrajhar, Assam
and lives in Guwahati
[Disclaimer: The opinions expressed in our Blog are those of the author(s) and do not reflect the opinions of the Publisher.]
Comments