top of page
Search
Writer's pictureStraight from the Heart

মাতৃভূমি, আমাদের

Poem by শ্যামশ্রী দাশগুপ্তা



অগ্নিগর্ভ স্বদেশভূমি, রাজপথে নিস্পৃহ উদ্ধত পিতৃশক্তি,

মাতৃভুমির আমরা জানি আমাদের প্রিয় স্বদেশভূমি।

চেনা পথ, চেনা বিদ্রোহ, চেনা চেনা অভিমান।

মাতৃভুমির আমরা জানি আমাদের সংবিধান।

পথে দাবানল, বন্ধু জোনাকিরা দিতে চায় বরাভয়,

মাতৃভুমির আমরা জানি আমাদের অভিনয়।

আধারে হাহাকার, লজ্জিত প্রভাত, প্রহরে স্তব্ধদিগন্ত,

মাতৃভুমির আমরা জানি আমাদের চাই বসন্ত।

ইতিহাস বচনবদ্ধ, কালের রথযাত্রায় দেশের রঙ্গমঞ্চ,

মাতৃভুমির আমরা জানি আমাদের প্রিয় মালঞ্চ।

রোজনামচায় অপমান, যাপনক্ষোভে বিদ্রোহ নয় সামান্য,

মাতৃভুমির আমরা জানি আমাদের দুঃখ মহামান্য।

অনুশাসন অনুমাত্র, বিদায় হোক প্রহসন কিংবা মেনে নেওয়া,

মাতৃভুমির আমরা জানি আমাদের যত দেনা- পাওনা।

বাঁচার জন্য একমুঠো আকাশ চাই, তাও কেন নয় সহজলভ্য,

মাতৃভুমির আমরা জানি আমাদের জীবনের চক্রব্যূহ।

ধারণ করেননি ধর্ম রাজন, রক্ষা করেননি বসুন্ধরার অধিকার,

লালন হারায় রঙিন বাসা, পথের সীমান্তে কাঁটাতারা।

সাঁঝেরবেলায় পরিযায়ী পাখি, গান গেয়ে যায় মাভৈ সূরে,

মাতৃভুমির আমরা জানি আমাদের বাজি রণক্ষেত্রে।

প্রজার সহে না ঋণ, মধ্যবিত্ত ছাপোষা জীবন বোধগম্য,

মাতৃভুমির আমরা জানি আমাদের ভবিতব্য।

শত বছরের দাসত্ব, ভিটেহারাদের কুঁড়েঘরে বাড়বাড়ন্ত,

মাতৃভুমির আমরা জানি আমাদের নেই অফুরন্ত।

পিতৃভুমির ক্ষমতার লোভে, ক্ষমতা হাসে, ক্ষমতাই অপদার্থ,

মাতৃভুমির আমরা জানি আমাদের চাই জননীর বাৎসল্য।

ভারত সাক্ষী, প্রাগজ্যোতিষপুরে বিশ্রামরত ক্লান্ত শ্রীকৃষ্ণ,

মাতৃভুমির আমরা জানি আমাদের পিতা ব্রহ্মপুত্ৰ।


::x::x::x::






Poet Shyamasree Dasgupta

is a retired teacher and

lives in Guwahati

63 views

Recent Posts

See All

Comments


bottom of page