top of page
Search
Writer's pictureStraight from the Heart

শ্রীচরণকমলেষু

শ্যামশ্রী দাশগুপ্ত


Photo: M K Sarma


শ্রীচরণকমলেষু

পিতামহ বীর ভীস্ম,

প্রণাম গ্রহণ করুন। ভাল আছেন আপনি?

প্রলয়ের অশনি সংকেত, সৌরজগতে ত্রাস, হেথায় মৃত্যুরা করে নৃত্য,

প্রাতঃকালে, দ্বিপ্রহরে নিশীথরাত্রে নির্লিপ্ত গদাধর ভীম, বিশ্বাস্যযোগ্য?   

বিমলা,ফুলমাহি, লক্ষী, দীনেশ অচেনা গৃহকোণে সঙ্গরোধে বিভ্রান্ত ,

পরিযায়ী পাখির সুখের নীড়ে কেন এত মৃত্যুমিছিলের রক্তাক্ত পদচিহ্ন ?

পিতামহ, আপনি প্রতিশ্রুতি বদ্ধ...

দেশের দশের দীনের রক্ষক, রাজাধিরাজের রাজ্যের আপনি বীরশ্রেষ্ঠ,

পিতার স্বর্গ, পিতার ধর্ম,পিতার কর্ম? পালকপিতাগণের এত দম্ভ?

নিখিল জগতের ইতিহাস সাক্ষী, গর্ভধারিনীর রক্তে মহামানবের বীজমন্ত্র,

গবেষণাগারে সদ্যজাত করোনা, রাজনৈতিক কক্ষে বিশ্বাসভঙ্গের ষড়যন্ত্র?

পিতামহ, আপনি বিজয় রথের সারথি,

প্রতিদিনের আরেকদিনের অন্যদিনের প্রতিযোগিতায় রক্তাক্ত কুরুক্ষেত্র,

কপট অভিযানে জতুগৃহের অগ্নিশিখায় দগ্ধ মহাকালের দৃপ্ত পৌরষত্ব?     

মুক্ত বিহঙ্গ, মুক্ত পতঙ্গ। বন্দী রাজকারাগারে অমরত্বহীন মানব শ্রেষ্ঠ,   

বিশ্বায়নের ক্ষমতার যুদ্ধে, অভিবাদন নিন, সর্বকালের নায়ক শ্রীকৃষ্ণ।  

পিতামহ, গঙ্গাপুত্র আপনি...

আচ্ছাদিত ভাইরাস সদ্যজাত, অন্তরীক্ষে ভীত শিব, ব্রক্ষ্মা, বিষ্ণু,পুলস্ত্য,

একলব্যের গুরুদক্ষিণায় ক্রীতদাসের মৃতসঞ্জীবনী সুধা সহজলভ্য?     

আচ্ছাদিত ভাইরাসে বিষাক্ত দিগদিগন্ত, পথে লুণ্ঠিত প্রাণে অগ্নিশ্রেষ্ঠ,

অন্তরীক্ষে মৃত্যুর বিজয় উল্লাস, অমরত্বের মহাবিচারক ঈশ্বর লগ্নভ্রষ্ট?      

পিতামহ আপনার আছে ইচ্ছামৃত্যু বর...

মহাকালের রথযাত্রায় আপনারা, অর্জুন পুত্ররা চক্রব্যূহে সদা যুদ্ধরত

মহাকালের সিংহাসনে আপনারা, বিশ্বজয়ের অশ্বমেধ যজ্ঞে ব্রক্ষাস্ত্র?  

আচ্ছাদিত কণা সহসা ভূমিষ্ঠ। আঁতুড়ঘরে ক্রন্ধন, শ্মশানে বৃদ্ধ রাষ্ট্র,

রাজদরবার হতে পুরবাসীর মৃত্যুমিছিলে আপনার সেনাপতি ব্রক্ষান্ড?

শান্তুনু পুত্র দেবব্রত, ভাল আছেন...?


ধারণ করেনি ধর্ম রাজন, রক্ষা করেনি বসুন্ধরার পুর্বপুরুষের শাসন,

লালন হারায় রঙিন বাসা, পথহারা ক্লান্ত পথিকের বাঁচার মিথ্যা স্বাধীনতা।

প্রজার সহে না ঋণ, মধ্যবিত্ত ছাপোষা জীবনে অভিশাপ, প্রিয় ভবিতব্য,

শত বছরের দাসত্ব, প্রতিশোধে উন্মত্ত ধরণী, বিষাক্ত কোভিডে বিভ্রান্ত।

শক্তিরুপেনো  দশভুজা মা দুর্গা...


 পিতৃভুমির ক্ষমতার লোভ, ক্ষমতা হাসে, ক্ষমতাই একমাত্র উপলব্ধ

মাতৃভূমির সন্তান জানে, ডুবন্ত যাপনভেলায় চাই জননীর স্নেহ বাৎসল্য।

ইতিহাস সাক্ষী, প্রাগজ্যোতিষপুরের কামরূপে বিশ্রামরত নারায়ন শ্রীকৃষ্ণ,

জন্মভুমির অভিবাদন, বিশ্বপ্লাবিত আশ্রয়দাতা প্রপিতামহ, তুমি ব্রক্ষ্মপুত্র!


ইতি,


আপনার স্নেহধন্য ভারতের সৈন্যসামন্ত।


::x::x::x::


 

Poet Shyamasree Dasgupta

worked as a teacher and

currently lives in Guwahati.


[Disclaimer: The opinions expressed in our Blog are those of the author(s) / poet(s) and do not necessarily reflect the opinions of the Publisher. Any reference to historical events, real people, or real places are used fictitiously. Names, characters, and places are products of the author(s) / poet(s) imagination and any resemblance to any such persons / events is merely coincidental.]

37 views

Recent Posts

See All

Comments


bottom of page