top of page
Search
Writer's pictureStraight from the Heart

স্বর্গের খুঁজে যাইনি

By মুন চক্রবর্তী



বেহাগ সুরে নীলনদে স্নান সেরেছে সময়, প্রজাপতির সাথে ঘুরে এসেছি উপবন।


ফুল পাতা লতার কাছে নির্ভয়ে যত্নবান, মরমী শব্দটি আঁচলে এঁকেছে যুগের মায়া।


ফসলের কাঁদা নিয়ে কষ্টগুলো ফসিল, মৃত্যুর কাছে জন্মের ছাড়পত্র গর্ভের বিজয়নী।


রক্ত ঝরার দিনে কারা যেনো মন্ত্রহীন, অভুক্তের পাতে যজ্ঞ হোমানলে গৈরিক।


বিস্তৃত ঘৃণার নৃশংসতায় মৌন ঈশ্বর, দেবতার কিছু অংশ জেগে আছে পাহারায়।


রাস্তার মৃত্যুর পায়ে কখনও দেখেছি সুচি শুভ্র হাত, কান্নার আর্তনাদে ভরে এনেছে জীবন সোহাগ।


নিজেকে বাঁচানোর ইচ্ছা ছেড়ে দিনরাত নির্লিপ্ত, বেঁচে উঠেছে আহ্নিক তর্পন ঘামে ঝরা শরীরে।


সব ভালোর দিগন্তে বর্ষার দিনলিপি, কাঁদা ভরা ঘরে স্বপ্ন সাজাবে সংগ্রামী।


শব্দের কষ্ট আছে, আছে বিরহ যন্ত্রণা! শব্দের মোহনায় ঝরণার শান্তি অবিরত।


দোয়াতের দাম দিয়ে কালির অবিরাম যাত্রা, স্বর্গ খুঁজতে যাইনি, কাগজে রোপন আছে কালজয়ী পারিজাত।


::x::x::x::






Moon Chakraborty hails from

Silchar. She started her writing

career in 1989 and worked in

Sonar Cachar and Prantajyoti

newspapers.

45 views

Recent Posts

See All

Comentarios


bottom of page